আমরা, এসইজি (স্ট্র্যাটেজিক এক্সিকিউটিভ গ্রæপ)-এ স্থানীয় এবং জাতীয় এনজিও প্রতিনিধিবৃন্দ রোহিঙ্গা সংকট মোকাবেলায় প্রস্তুতকৃত জয়েন্ট রেসপন্স প্ল্যান (জেআরপি) ২০২০-এর খসড়ার বিষয়ে আমাদের অবস্থান জানাতে এই অবস্থানপত্রটি উপস্থাপন করছি। জাতিসংঘ অঙ্গসংস্থাসমূহ রোহিঙ্গা কর্মসূচি বাস্তবায়নে নেতৃত্ব দিতে আইএসসিজি (ইন্টার সেক্টোরাল কো-অর্ডিনেশন গ্রæপ)-কে নীতিগত দিকনির্দেশনা প্রদানের জন্য এই এসইজি গঠন করেছে। আমরা কক্সবাজারে মানবাধিকার সমুন্নত রাখতে সচেষ্ট স্থানীয় নাগরিক সমাজ সংগঠনের নেটওয়ার্ক সিসিএনএফ (কক্সবাজার সিএসও এনজিও ফোরাম (www.cxb-cso-ngo.org)-এরও অংশ, এবং আমরা রোহিঙ্গা সংকট মোকাবেলায় ‘স্বল্পমেয়াদী এবং প্রত্যাবাসন’-এর পরিবর্তে ‘দীর্ঘমেয়াদী এবং প্রত্যাবাসন’-এর জোরালো সমর্থক। প্রত্যাবাসসেন কোনও বিকল্প নেই। কিন্তু তা হতে হবে টেকসই, অর্থাৎ রোহিঙ্গাদের যাতে বার বার এদেশে না আসতে হয়। বিলম্বিত হলেও, আইসিজে ও আইসিসি’র কারণে এবার কিছু উৎসাহব্যাঞ্জক অবস্থা পরিলক্ষিত হচ্ছে। পরিস্থিতি খুবই গতিশীল, প্রতিদিন পরিবর্তন হচ্ছে। সুতরাং এ ধরনের দলিলের ক্ষেত্রে সকল ধরনের অংশীজনের (স্টেকহোল্ডার) মতামত দেওয়ার ব্যবস্থা রাখতে হবে।
জেআরপি ২০২০ বিষয়ে মন্তব্য এবং রোহিঙ্গা সংকট মোকাবেলায় এডভোকেসিতে সিসিএনএফ/ স্ট্র্যাটেজিক এক্সিকিউটিভ গ্রæপে স্থানীয় ও জাতীয় এনজিও প্রতিনিধিদের অবস্থান । বাংলা ভার্সন ডাউনলোড করতে এখানে ক্লিক করুন

UNHCR Partnership Practices and Undermining of Local Capacity in Rohingya Response
COAST Foundation, 30 November 2025, Draft Position Paper UNHCR Partnership Practices and Undermining of Local Capacity in Rohingya Response Background

