A network of local CSOs and NGOs in Cox’s Bazar to promote a human and gender responsive society through positive engagement with government.

Origin
Cox’s Bazar district is one of the districts of Bangladesh clearly lagged behind in many socio-economic indicators.  Some local and national NGOs have been working to improve the socio-economic situations of this district. These NGOs are always fast responders to any disaster of humanitarian crises in Cox’s Bazar. As usual, regarding the recent Rohingya crises in Cox’s Bazar, these NGOs and CSOs have come fast with humanitarian supports. As the CSOs and NGOs working in Cox’s Bazar consider the current Rohingya refugee problem as an extreme, complex and transitory problem for the people of this district, and they feel that a strong coordination is needed among the humanitarian responders, they have formed this forum. This forum has been formed from 5 meetings since last September.

Basic objectives of this forum are

  1. To ensure coordination among us
  2. To strengthen such a Civil Society in Cox’s Bazar that will promote a human and gender responsive society.
  3. Collective and coordinated relation with government administration. Supporting for CSO/NGO sector development
  4. Uphold the localization and accountability.
  5. To work with government with positive engagement.

উৎপত্তি 

আর্থ-সামাজিক অনেক সূচকেই বাংলাদেশের অনেক জেলার তুলনায় কক্সবাজার জেলা বেশ পিছিয়ে আছে। কিছু স্থানীয় ও দেশীয় এনজিও দীর্ঘদিন ধরেই এই জেলার আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে কাজ করে যাচ্ছে। যেকোনও দুর্যোগ বা মানবিক সংকটে তারাই দুর্গত মানুষের পাশে এসে আগে দাঁড়ায়। মায়ানমার থেকে জীবন বাঁচাতে বাংলাদেশী রোহিঙ্গারা কক্সবাজারে আশ্রয় নিলে এই স্থানীয় সংস্থাগুলোই সবার আগে সেখানে মানবিক সহায়তা নিয়ে হাজির হয়। কক্সবাজারে কাজ করে এমন এনজিও বা সুশীল সমাজ সংগঠন বর্তমান রোহিঙ্গা সংকটকে একটি জটিল সমস্যা হিসেবেই বিবেচনা করছে। তাই তারা মনে করেন এই মানবিক সংকটে সাড়া দেওয়ার কাজেও সুসমন্বয় থাকা প্রয়োজন। মূলত এই ধরনের চিন্তা থেকেই নিজেদের মধ্যে পর পর ৫টি সভা করে এই ফোরাম প্রতিষ্ঠা করেন তারা।

কক্সবাজার এনজিও-সিএসও ফোরামের উদ্দেশ্যসমূহ:

  1. নিজেদের মধ্যে সমন্বয় সাধন
  2. কক্সবাজারে এমন একটি নাগরিক সমাজ শক্তিশালী করা, যা মানবিক ও নারী পুরুষ সমতা ভিত্তিক সম্পর্কে সহায়তা করবে।
  3. সরকারের সংশ্লিষ্ট বিভাগসমূহের সঙ্গে সমন্বয় সাধন, এনজিও ও সুশীল সমাজ সংগঠনের বিকাশে সরকারকে সহযোগিতা করা।
  4. স্থানীয়করণ এবং দায়বদ্ধতাকে সমুন্নত করবে।
  5. সরকারের সাথে ইতিবাচক সম্পর্ক রেখে কাজ করা।