A network of local CSOs and NGOs in Cox’s Bazar to promote a human and gender responsive society through positive engagement with government.

Management

Local and National NGOs and INGOs working in the Cox’s Bazar area can be the member of this forum. So far, 32 local and national NGOs have joined the forum. The management is led by a panel of Co-chairs. Co-Chairs are nominated from the local and National NGOs. COAST is providing the secretariat support to this forum. There is a fortnightly regular meeting system. Decisions are taken from these meeting.

ব্যবস্থাপনা

কক্সবাজারে কাজ করে এমন স্থানীয়, দেশীয় বা আন্তর্জাতিক এনজিওর জন্য এই ফোরামের সদস্যপদ উন্মুক্ত। এখন পর্যন্ত ৩২টি স্থানীয় এবং দেশীয় এনজিও এই  ফোরামে যোগ দিয়েছে। ফোরামের  নেতৃত্ব দিচ্ছেন এর কো- চেয়ারবৃন্দ। স্থানীয় এনজিওদের মধ্য থেকে কো- চেয়ার বাছাই করা হয়। প্রতি ১৫ দিন পর পর ফোরামের সভা অনুষ্ঠিত হয়, এই সভাগুলো থেকেই ফোরামের সিদ্ধান্তগুলো গ্রহণ করা হয়।