A network of local CSOs and NGOs in Cox’s Bazar to promote a human and gender responsive society through positive engagement with government.

এই ফ্রেমওয়ার্ক এবং এর প্রক্রিয়া সম্পর্কে ব্যাখ্যা
গত ১ ফ্রেবুয়ারি ২০২১ তারিখ এমিনেন্ট পার্সন, ফেসিলিটেশন গ্রুপ মন্ত্রীবর্গ এবং প্রধানগণ ভবিষ্যত গ্রান্ড বার্গেইন নিয়ে সভায় এনেক্স হিসেবে ৪ পাতার একটি সাধারণ নির্দেশনা অনুমোদন করেন।
একটি ফলোআপ হিসেবে, ফেসিলিটেশন গ্রুপ, গ্রান্ড বার্গেইনের মাধ্যমে অর্জিত ফলাফলের হিসাব নিতে ২০২১ সালের মার্চে মাসের মাঝামাঝিতে ওয়ার্কস্ট্রিম গ্রুপকে আমন্ত্রণ জানায় এবং প্রধান আউটপুটগুলোর মধ্যে কোন বিষয়গুলো এখনও অর্জন করা সম্ভব হয়নি এবং তার কেনিটির সাথে গ্রা ন্ড বার্গেইন ২.০ এর দুইট অগ্রাধিকার ইস্যুর সরাসরি সংযোগ আছে (স্থানীয়করণ এবং যথাযথ অর্থায়ন) সেগুলো নিয়ে আলোচনা করে। ফেসিলিটেশন গ্রুপের শেরপাগণ গত ২৬ মার্চ, ২০২১ ওয়ার্কস্ট্রিম গ্রুপ কর্তৃক প্রস্তুতকৃত প্রস্তাবনা এবং এ সম্পর্কিত পরবর্তী পদক্ষেপগুলো নিয়ে আলোচনা করে এবং গ্রান্ড বার্গেইন বাৎসরিক সভার তারিখ আগামী ১৫-১৭ জুন, ২০২১ হবে বলে পরিকল্পনা গ্রহণ করে। বিশাল প্রাতিষ্ঠানিক দক্ষতা থাকায় এবং স্বাধীনভাবে ৪টি বাৎসরিক রিভিউ করার অভিজ্ঞতা থাকায় ওডিআই (ODI)-কে একটি দল ও উপদেষ্টা হিসেবে গণ্য করে ফেসিলিটেশন গ্রুপকে তাদের মুক্ত দৃষ্টিভঙ্গি ও পরামর্শ দেয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়। পাশাপাশি গত কয়েক মাস ধরে নির্বাচিত এলাকাগুলোতেও (constituency level) আলোচনা চলতে থাকে। এই ফ্রেমওয়ার্ক তৈরির সময় জেন্ডার গ্রুপের বন্ধুদের সাথেও আলোচনা চালিয়ে যাওয়া হয় যেন ফ্রেমওয়ার্কে তাদের মতামতগুলোর প্রতিফলন ঘটে এবর্ং জেন্ডার উপাদানগুলোকে আরো শক্তিশালীভাবে উপস্থাপন করা যায়।
[Full Report Bangla]