A network of local CSOs and NGOs in Cox’s Bazar to promote a human and gender responsive society through positive engagement with government.

এলায়েন্স ফর এম্পাওয়ারিং পার্টনারশীপ (A4EP) হলো দক্ষিণের দেশগুলোতে অবস্থিত বেসরকারি সংগঠনগুলোর একটি বৈশ্বিক জোট। সদ্য এটি গ্রান্ড বার্গেইন এর ৬৩ তম অনুস্বাক্ষরকারী হয়েছে। এই সংগঠনটি স্থানীয় সংগঠনগুলোর অধিকতর কার্যকরি, দক্ষ এবং সময়োপযোগী সাড়াদানের অভিজ্ঞতাগুলোকে জানবে এবং গ্রান্ড বার্গেইনের নীতি-নির্ধারণী আলোচনায় সেগুলোকে তুলে ধরবে যার কেন্দ্রবিন্দুতে থাকবে দুর্যোগে আক্রান্ত মানুষ। স্থানীয় সংগঠনগুলোর সাথে সমতাভিত্তিক অংশিদারি সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে বাধাগুলো দূর করতেও A4EP আন্তর্জাতিক সংগঠনগুলোর সাথে কাজ করবে। দেশিয় পর্যায়ে এবং গ্রান্ড বার্গেইন পরিচালনের বৈশ্বিক পর্যায়ে সংগঠনগুলোর মধ্যে সমতাভিত্তিক এবং সহযোগিতামূলক সিদ্ধান্ত গ্রহণ নিশ্চিত করতেও A4EP অন্যদের সাথে কাজ করবে। [ডাউনলোড রিপোর্ট]