A network of local CSOs and NGOs in Cox’s Bazar to promote a human and gender responsive society through positive engagement with government.

ভূমিকা: এটি রোহিঙ্গা কর্মকান্ডে সাড়াদানের ক্ষেত্রে JRP( Joint Response Plan) 2021 কে ঘিড়ে SEG-তে ( Strategic Executive Group) স্থানীয় এবং জাতীয় এনজিও প্রতিনিধিদের খসড়া মন্তব্য। মূল প্রস্তাবনা বা প্রক্রিয়ার উপর আমাদের ১০টি সুনির্দিষ্ট প্রস্তাবনা রয়েছে। তার পরেও ১২ নাম্বার পয়েন্টে ছকের ভেতরে বাড়তি মতামত দেয়া হয়েছে। আমরা রোহিঙ্গা সাড়াদান কর্মসূচীতে সরকার এবং জাতিসংঘ উভয়ের সাথেই ইতিবাচক সম্পর্ক বজায় রেখে কাজ করায় বিশ্বাস করি কিন্তু গঠনমূলক সমালোচনা পরিত্যাগ করে নয়।

বিশ্লেষণের উপর ভিত্তি করে আমাদের ভবিষ্যত পন্থা: নিচের মন্তব্যগুলো JRP-২০২১ কে বিবেচনায় রেখে প্রস্তাব করা হয়েছে:
ক) রোহিঙ্গা সংকটকে একটি দীর্ঘকালিন সংকট হিসেবে বিবেচনা করা। প্রত্যাবাসন না হওয়া পর্যন্ত তাদের মানবিক মর্যাদা নিশ্চিত করা বিশেষ করে তরুণদের যারা মোট জনসংখ্যার প্রায় ৬০ ভাগেরও বেশি। [বিস্তারিত রিপোর্ট]