A network of local CSOs and NGOs in Cox’s Bazar to promote a human and gender responsive society through positive engagement with government.

আজ কক্সবাজার শহরের দরিয়ানগর এলাকায় শীতবস্ত্র বিতরণ করা হয়।এতে সভাপতিত্ব করেন ফোরামের প্রধান পরিচালক মোঃ ইলিয়াছ মিয়া।অথিতি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক ও দৈনিক আজাদী’র জেলা প্রতিনিধি আহমদ গিয়াস।
শীতবস্ত্র বিতরণ কমিটির আহবায়ক ও পরিচালক (জনসংযোগ) সাঈদ মোঃ শুভ’র সঞালনায়  অন্যান্যের মধ্যে দপ্তর সম্পাদক সিরাজুল মোস্তফা, মাদক ও দুর্নীতি বিষয়ক সম্পাদক আরমান কাদের,সহকারী সম্পাদক (দারিদ্র্তা ও নিরক্ষরতা) রেজাউল করিম,সহকারী সম্পাদক(প্রকৃতি ও জীববৈচিত্র) জানে আলম শাকিল,সদস্য মোহাম্মদ আতিক প্রমুখ উপস্থিত ছিলেন।
এতে শহরতলীর অর্ধশতাধিক দরিদ্র নারী-পুরুষ ও শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *