কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক) ২০১৭ সাল থেকে দাতাসংস্থা ইউনেসেফ এর আর্থিক সংস্থায় ০৬টি অনিবন্ধিত শরণার্থী শিবিরে মায়ানমার হতে বল প্রয়েগের মাধ্যমে বাস্তুচ্যত পরিবারের শিশুদের জন্য মৌলিক শিক্ষা কার্যক্রম বাস্তবায়ন করছে। উক্ত কাজের ধারাবাহিকতায় গত ২ ও ৩ এপ্রিল ২০১৮ তারিখ ময়নারঘোনা-বালুখালী ২/২ তথা ক্যাম্প ১২ তে ৪৫টি লার্নিং সেন্টারের শিশুদের অংশগ্রহণে শিশুশিক্ষা মেলা ও ক্রীডানুষ্ঠানের আয়োজন করা হয় ।
Please view full report