A network of local CSOs and NGOs in Cox’s Bazar to promote a human and gender responsive society through positive engagement with government.

আজ ২৪ শে জানুয়ারি ২০১৮ তারিখ কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে কক্সবাজার সিএসও-এনজিও ফোরামের অফিসিয়াল ওয়েবসাইট (www.cxb-cso-ngo.org) উদ্বোধন করেন কক্সবাজার জেলা প্রশাসক মোঃ আলী হোসেন। ওয়েবসাইট উদ্বোধনের পর কক্সবাজার সিএসও-এনজিও ফোরামের পক্ষ থেকে কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ আলী হোসেনকে সম্মাননার স্মারক প্রদান করা হয়।
স্মারক প্রদানকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাপ্রশাসক (সার্বিক) মোহাম্মদ মাহিদুররহমান, অতিরিক্ত জেলাপ্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ আশরাফ হোসেন। এ ছাড়াও অনুষ্ঠানে আই.এন.জি.ও এবং এন.জি.ও দের পক্ষে উপস্থিত ছিলেন কক্সবাজার সি.এস.ও -এন.জিও ফোরামের সদস্য সচিব কোস্টট্রাস্ট-এর সহকারী পরিচালক মকবুল আহমেদ; আইএসসিজি –র সমন্বয়কারী মিস মার্গো,আইএসসিজি-এনজিও সেলের কর্মকর্ত ামিস লিসা, সাইফুল আলম; মুক্তি কক্সবাজারএরপ্রধান নির্বাহী বিমল চন্দ্র দে সরকার; শব্দায়ন আবৃত্তি একাডেমীর পরিচালক জসিমউদ্দীন বকুল, ইপসা কক্সবাজার জেলা টিম লিডার খালেদা বেগম, হেল্প কক্সবাজার এর নির্বাহী আবুল কাশেম, নোঙর-এর প্রধান নির্বাহী দিদারুল আলম রাশেদ। আরো উপস্থিত ছিলেন ব্রাক, কোডেক, নেকম, শেড, একলাব, এনজিও ফোরাম, অগ্রযাত্রা, পালস বাংলাদেশ, জাগো নারী,আইএসডিই,জালালাবাদ ফাউন্ডেশন ,লিডারস, বাংলা জার্মন সম্প্রতি, কারিতাস, ওয়াটার এইড, অক্সফাম, টিডি এইচ, এনজিও ফোরাম ফর পাবলিক হেলথ, ডব্লিইভিআই, রিসডা বাংলাদেশ, স্পেস, বিএনডিব্লিউএ, পেনিআপীল, জেনাস সহ বিভিন্ন স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক এনজিও-র প্রতিনিধিবৃন্দ।
Please Download [Bangla Press] [English Press] [Bangla Position Paper] [English Position Paper]
Photos

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *