A network of local CSOs and NGOs in Cox’s Bazar to promote a human and gender responsive society through positive engagement with government.

The international community has committed to a humanitarian system that is locally owned and led. This means a shift of power, resources and decision-making to local and national responders in humanitarian action. But how is this manifested during a humanitarian response of the scale and complexity of the Rohingya refugee crisis in Bangladesh? This  has influenced the current operational response.

বিশ্ব জুড়ে আন্তর্জাতিক দাতা সংস্থা এবং আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো মানবিক সহায়তার স্থানীয়করণে প্রতিশ্রুতিবদ্ধ। স্থানীয়করণ  মানে হলো স্থানীয় প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বৃদ্ধি, তাদেরকে অর্থায়ন করা এবং তাদেরকেই মানবিক সংকট মোকবেলায় সিদ্ধান্ত গ্রহণ করার  সুযোগ দেওয়া। কক্সবাজারে রোহিঙ্গাদের জন্য পরিচালিত ত্রাণ কর্মসূচিতে কতটা এই স্থানীয়করণ নিশ্চিত হচ্ছে। এই বিষয়টি খতিয়ে দেখা হয়েছে এই প্রতিবেদনে।

Please Click Here  for the full report

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *