এনজিও ব্যুরোর বিধিসম্মত একধাপ-ভিত্তিক সেবা দানের ব্যবস্থা ফিরিয়ে দিতে এবং রোহিঙ্গা ত্রাণ প্রকল্প অনুমোদনের অহেতুক জটিলতা বিলুপ্ত করার আহবান

ঢাকা, ডিসেম্বর ১৭, ২০১৭। আজ ঢাকায় এক সংবাদ সম্মেলনে স্থানীয় এনজিও এবং নাগরিক সমাজের ফোরাম CCNF (Cox’s Bazar CSO NGO Forum- রোহিঙ্গা শরণার্থীদের জরুরী মানবিক সহায়তা কাজে নিযুক্ত আছেন) এর বক্তারা অবিলম্বে এনজিও ব্যুরোর ৪৩ নং আইন, ২০১৬ পুনর্বহাল এবং রোহিঙ্গা ত্রাণ প্রকল্প অনুমোদনে অহেতুক জটিলতা বিলোপ করার দাবী জানান। তারা আরো জানান, স্বরাষ্ট্র এবং […]
